বুয়েট ভর্তি পরীক্ষার্থীদের মনের কিছু প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় হাজার হাজার শিক্ষার্থী একসঙ্গে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যায় । কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানেই এক ধরনের চাপ এবং উৎকণ্ঠা। এই সময়ে পরীক্ষার্থীদের মনে নানা প্রশ্ন উঁকি দেয়। এই ব্লগে আমরা সেই সব সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যা ভর্তি পরীক্ষার্থীদের প্রায়ই চিন্তিত করে এবং অভিজ্ঞদের থেকে কিছু করণীয় পরামর্শও দেবো।
পরীক্ষার্থীদের মনের কিছু প্রশ্ন |
০১. Admission Test দিতে যাবার সময় আমাদের কি কি Document নিতে হবে?
বিগত বছরের সার্কুলার অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র প্রবেশপত্রটি সাথে রাখতে হবে।
০২. Admission Test এ আমরা কোনো Pencil Box / Geometry Box, সেটস্কয়ার, কম্পাস, মোবাইল ফোন নিতে পারব কি-না?
BUET Admission Test এর সার্কুলার অনুযায়ী মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক বা টেলিযোগাযোগ যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট-স্কয়ার, কম্পাস ও কোনো প্রকার ব্যাগ পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়া যাবে না। তাই পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি ক্লিয়ার ব্যাগে কলম, পেন্সিল, ক্যালকুলেটর ও প্রবেশপত্র ছাড়া আর কোনো কিছুই নেয়ার প্রয়োজন নেই ।
০৩. কোন কোন Calculator পরীক্ষার হলে ব্যবহার করা যাবে?
মূলত BUET Admission Test এ নন-প্রোগামেবল যেকোনো ক্যালকুলেটরই ব্যবহার করা যায়। যেমন- MS Series, FS Series, FX Series, ES Series, EL Series ইত্যাদি। সাধারণ ও প্রচলিত যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করলেই তোমার আর চিন্তা করার প্রয়োজন নেই ।
০৪. BUET Admission Test এ লিখিত প্রশ্নপত্রে প্রশ্নের উত্তর দেবার জন্য কি পরিমাণ জায়গা/Space থাকবে।
BUET Admission Test এ লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের নিচে ঐ প্রশ্নের উত্তর করার জন্য নির্দিষ্ট জায়গা থাকে। তবে এই নির্দিষ্ট জায়গা খুবই সংকীর্ন হয়। তাই কেবল প্রয়োজনীয় লাইন ব্যতীত কিছুই অতিরিক্ত লেখা যাবে না।
Expert Guidance : প্রশ্নের উত্তর করার জায়গাগুলোতে উপর-নিচে বেশি জায়গা থাকে না। কিন্তু পাশাপাশি বেশি জায়গা থাকে। এই জন্য উত্তর করার জায়গাটিকে ৩/৪ টি কলামে ভাগ করে নিলে উত্তরের মধ্যে White Space এর পরিমাণ কমে যায়। এতে করে মোটামুটি সব প্রশ্নের জন্যই প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়।
০৫. BUET Admission Test এ MCQ Math বা Calculation এর জন্য কোনো রাফ পেজ থাকে কি-না?
BUET Preli ও BUET Written এ Extra কাগজ খাতার সাথে যুক্ত থাকে যেখানে রাফ করা যায়। রাফ কাগজ ছাড়া Extra কাগজ দেওয়া হয় না। রাফ কাগজে রাফ করো বা না করো রাফ কাগজটি খাতার সাথে জমা দিতে হবে।
০৬. এক প্রশ্নের উত্তরের Extended অংশ অন্য জায়গায় করা যাবে কি-না?
BUET Admission Test এ লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য জায়গা নির্দিষ্ট করা থাকে এবং এর মধ্যেই উত্তর শেষ করতে হয়। দুর্ভাগ্যক্রমে কখনো যদি ঐ জায়গার মধ্যে শেষ করা না যায় তখন খাতার কোনো খালি অংশে লিখে প্রশ্নের নম্বর দিয়ে দিতে হবে যেনো পরীক্ষক তা সহজে খুঁজে পান। তবে এটি সম্পূর্ণ রূপে পরীক্ষকের উপর নির্ভরশীল যে তিনি সেটি গ্রহণযোগ্য বিবেচনা করবেন নাকি না ।
০৭. লিখিত পরীক্ষায় Line Skip কি করা যাবে?
লিখিত পরীক্ষায় জায়গা খুবই সীমিত থাকে। তাই Line Skip করা কেবল উচিত ই না, বরং জরুরীও। তবে এক্ষেত্রে খেয়াল রাখবে যেনো সূত্র ও মান বসানো একদম স্পষ্ট ও সঠিক হয়। Partial Marking এর ক্ষেত্রে এসব দেখা হয়, তাই সূত্র স্পষ্টভাবে লিখার চেষ্টা করবে।
০৮. লিখিত পরীক্ষায় কি Shortcut Technique ব্যবহার করা যাবে?
লিখিত পরীক্ষায় জায়গা ও সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত হয়, তাই যেকোনো প্রকার Shortcut Technique ব্যবহার করা যায়। তবে অবশ্যই সেটি Logically & Scientifically Corect হতে হবে। তা না হলে এক্ষেত্রে Partial Mark পাওয়ার ও কোনো সম্ভাবনা নেই ।
০৯. কোন Subject দিয়ে Answer করা শুরু করব?
যেকোনো পরীক্ষার জন্যই কোন Subject দিয়ে পরীক্ষা শুরু করবে তা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে এক্ষেত্রে যেই Subject নিয়ে তুমি বেশি Confident সেটি দিয়ে শুরু করা ভালো। প্রায়শই দেখা যায় যেকোনো একটি Subject এর প্রশ্ন কঠিন হয়েছে, সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে অন্য Subject গুলো ভালোভাবে উত্তর করার চেষ্টা করবে।
১০. BUET পরীক্ষায় Question Pattern কেমন হবে?
BUET Admission Test এর লিখিত পরীক্ষায় Math হতে 14 টি, Physics ও Chemistry হতে 13 টি করে মোট 40 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে মোট 400 নম্বরের পরীক্ষা হবে।
BUET Preli তে Math হতে 34 টি, Physics এবং Chemistry হতে 33 করে মোট 100 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে।
১১. BUET ভর্তি পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন হয়?
BUET ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো Analysis করলে দেখা যায় প্রশ্নগুলো মূল বইয়ের Conceptual Question। পরীক্ষার্থী যদি মূল বইয়ের প্রতিটি অধ্যায়ের Concept গুলো Clear করে সেক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়া মোটেই কঠিন কিছু নয়। আর বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলনের কোনো বিকল্প নেই, এটি পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বুঝাতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
১২. একাধিক অধ্যায় Merge করে কি প্রশ্ন আসতে পারে?
অবশ্যই এরকম প্রশ্ন আসতে পারে। এ প্রশ্নগুলো করার মূল উদ্দেশ্য হল পরীক্ষার্থীর Concept Clear কি-না সেটি যাচাই করা। তাই পরীক্ষার্থীকে প্রতিটি অধ্যায়ের Concept গুলো স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে।
১৩. Eleventh hour (পরীক্ষার আগমুহূর্তে) কীভাবে Preparation নেওয়া উচিত?
এক্ষেত্রে পরীক্ষার্থী প্রস্তুতি নেবার সময় একটি Short Note তৈরি করতে পারে যেখানে Math, Physics ও Chemistry এর প্রয়োজনীয় তথ্য, Short Technique, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি থাকতে পারে। যেগুলো তাকে বারবার ব্যবহার করতে এবং মনে রাখতে হয়। পরীক্ষার্থী পরীক্ষার আগ মুহূর্তে সেই Short Note টি রিভিশন দিতে পারে।
Expert Guidance : কোনোক্রমেই পরীক্ষার আগের রাতে নতুন কোনো Topic পড়তে যেয়ে আত্মবিশ্বাস হারানো যাবে না। পূর্বের পড়া জিনিসগুলো বারবার Revision দিয়ে যাওয়াই ভালো ।
১৪. Engineering ভর্তি পরীক্ষায় Negative Marking 3 Partial Marking আছে কি-না?
- • BUET Preli ভর্তি পরীক্ষায় Negative Marking আছে। এক্ষেত্রে MCQ এর প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরের 25% কাটা যাবে ।
- • তবে BUET Written Admission Test এ কোনরকম Negative Marking নেই। আর প্রশ্নের উত্তর 100% নির্ভুল না হলেও যতটুকু পর্যন্ত সঠিক ততটুকুর জন্য পরীক্ষার্থী Partial Marks পাবে। সেটি হতে পারে সূত্র লিখা, সূত্রে সঠিকভাবে মান বসানো, অজানা মান নির্ণয় করা ইত্যাদি।
১৫. কি পরিমাণ Marks Secure করতে পারলে Chance নিশ্চিত করা যাবে?
এ প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ প্রতিবছর প্রশ্নের মানের উপর নির্ভর করে Cut Marks কম বেশি হয়ে থাকে। পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যার সমান সংখ্যক পরীক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হয়। তাই তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করবে।
১৬. Time Management কীভাবে করলে ভালো হবে?
• BUET Preli মোট প্রশ্ন থাকে 100 টি ও সময় 1 ঘণ্টা বা 60 মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য গড়ে 36 সেকেন্ড সময় পাবে।
• BUET Written Admission Test এ মোট প্রশ্ন থাকে 40 টি ও সময় 2 ঘণ্টা বা 120 মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য গড়ে 3 মিনিট
সময় পাবে।
Expert Guidance : প্রতিটি প্রশ্নের উত্তর Fixed সময়ে দেওয়া সম্ভব না। তাই পরীক্ষার্থীর কাছে যে প্রশ্নগুলো Easier লাগবে এগুলো আগে উত্তর করাই Better । কিন্তু কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলে বা যদি মনে হয় উত্তর করতে বেশি সময় লাগবে তাহলে সেই প্রশ্নে সময় নষ্ট না করে পরের প্রশ্নে চলে যাওয়া উচিত। পরবর্তীতে সময় পেলে Skip করে যাওয়া প্রশ্নগুলো Solve করার চেষ্টা করতে পারো। কিন্তু জটিল সময় ব্যয় করে সহজ প্রশ্ন উত্তর করার সময় পাওনি, এমন টা যেন না হয় ।
১৭. Accuracy or Efficiency কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
এক্ষেত্রে Accuracy কে বেশি গুরুত্ব দেয়া যৌক্তিক কারণ ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হতে পারে (BUET Preli পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য) এবং মোট মার্ক কমে যাবে। আবার নির্ধারিত সময়ের মধ্যে বেশি প্রশ্নের উত্তর দিতে পারার Efficiency-ও দরকার। তবে তাড়াহুড়ায় প্রশ্নের জানা উত্তর যেন ভুল না হয় ।
১৮. BUET ভর্তি পরীক্ষায় কোনো Dress Code আছে কি?
Admission Test এর জন্য কোনো Dress Code থাকে না। সাধারণত পরীক্ষার্থীর জন্য পরিমার্জিত, রুচিশীল এমন আরামদায়ক যেকোনো Dress পরিক্ষার্থী পরিধান করতে পারবেন।
যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পর্যালোচনা করা অত্যন্ত জরুরী।
এর মাধ্যমে
১. প্রশ্ন কেমন হয়
২. কোন অধ্যায় এবং বিষয় থেকে বেশি প্রশ্ন আসে এবং
৩. প্রশ্নোত্তরের জন্য কেমন সময় পাওয়া যায় সে সম্পর্কে পরিষ্কার একটি ধারণা তৈরী হয়।
বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে, The Royal BUET Question Bank বইটি অত্যন্ত কার্যকর ।
কারণ এই বইতে বিগত ২৪ বছরের প্রতিটি প্রশ্ন পাঠ্য বইয়ের কোন অংশ থেকে এসেছে তা উল্লেখ করা হয়েছে।
শুধু তাই নয়, বিগত বছরের প্রশ্নের আদলে নতুন কী কী প্রশ্ন হতে পারে, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটির অর্ডার লিংকঃ https://trsp.link/BUETQuestionBank4thEdition