বিষাক্ত সাপ থেকে বাঁচতে ফেনল বা কার্বলিক এসিড এর ব্যবহার
আমাদের দেশে গ্রাম অঞ্চল গুলোতে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়, সেই সাথে বাড়ে ঝুঁকিও। আর এই সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাসা-বাড়ির চারপাশে ফেনল বা কার্বলিক এসিড ছিটিয়ে দিলে সাপ ও বিষাক্ত পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়াও কার্বলিক এসিড জীবাণুনাশক ও ডেটল তৈরিতে ব্যবহৃত হয়।
চল আমরা ফেনল সম্পর্কে বিস্তারিত জেনে নিই...
অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলয় থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে সমসংখ্যক হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যেসব যৌগ উৎপন্ন হয়, তাকে ফেনল বলে।
বেনজিন চক্রের একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে সৃষ্ট ফেনলকে কার্বলিক এসিড (C6H5OH) বলে।
বেনজিন চক্রে (–OH) গ্রুপযুক্ত সকল যৌগকে একত্রে ফেনল (Phenol) বলে। এছাড়া বিভিন্ন নামের ফেনল আছে।
উদাহরণস্বরুপ:
উল্লেখ্য, ফেনল যৌগ মৃদু অম্লধর্মী হওয়ায় জীবাণুনাশক ও পচনরোধক হিসেবে ব্যবহৃত হয়। 2, 4, 6 ট্রাই নাইট্রোফেনল বা পিকরিক এসিড অ্যান্টি-সেপটিক হিসেবে বার্নল নামে ক্রিমরূপে পোড়া ক্ষতে ব্যবহৃত হয়। এছাড়া 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল ডেটলে থাকে।