ঘরে বসেই বানাও অদৃশ্য কালি
রামেশ্বর বাবু বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশকে চিঠিতে লিখলেন-
“
মৃত্যুর পূর্বে বিষয়-সম্পত্তির ব্যবস্থা করিয়াছি। আপনি দেখিবেন, আমার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে।
”
এই চিঠি প্রদানের
কয়েকদিনের মধ্যেই রামেশ্বর বাবু মারা যান। সম্পত্তি বণ্টনের নিষ্পত্তি করতে উইল খোঁজার দায়িত্ব পড়ে ব্যোমকেশের ঘাড়ে। কিন্তু রামেশ্বর বাবুর পুরো বাড়িঘর তন্ন তন্ন করেও কিছু খুঁজে পাওয়া যায়না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এই
গল্পের শেষভাগে আমরা দেখতে পাই রামেশ্বর বাবু ব্যোমকেশকে যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে
অদৃশ্য কালিতে উইল লেখা ছিল।
যে অদৃশ্য কালির কথা বলছি তা বানানোর জন্য যা যা
লাগবে তা
তোমার বাসাতেই আছে। ব্যোমকেশের গল্পে রামেশ্বর বাবু পেঁয়াজের রস ব্যবহার করেছিলেন অদৃশ্য কালি বানানোর জন্য। আমরা চাইলে পেঁয়াজের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারি। একটি লেবু চিপে তার রস একটি বাটিতে রাখ। হলুদ রঙের হাইলাইটারটি ভেঙ্গে
এর সাথে পানি মেশাও যাতে হলুদ রঙের কালি বের হয়ে যাবে। রস আর
কালি একসাথে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে মিশ্রণ তৈরি কর। এত
সহজেই প্রস্তুত হয়ে গেল অদৃশ্য কালি। এইবার কোনো সুঁচালো কাঠি বা কটন বাড ব্যবহার করে সাদা কাগজের উপর লিখে ফেল তোমার গোপন চিঠি।
এই অদৃশ্য কালিতে
লেখা লিপি ফিরিয়ে আনার জন্য কাগজে তাপ দিতে হবে। তাপ দেওয়ার জন্য রুটি সেঁকার তাওয়া বা
কাপড়ের ইস্ত্রী ব্যবহার করতে পারো। আরও একটি সহজ উপায় হচ্ছে চুল শুকানোর হেয়ার ড্রায়ার ব্যবহার করা।
ম্যাজিক দেখিয়ে তুমি এবার বন্ধুদের অবাক করে দিতে প্রস্তুত।
Writer:
Marshal Ashif Shawkat
BUET BME’19