পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা যার মূল বিষয় হচ্ছে প্রকৃতির মৌলিক নিয়মাবলি ও ঘটনাবলিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। পদার্থবিজ্ঞানের জটিল ধারণাগুলো বোঝা ও অনুধাবন করার জন্য এর গাণিতিক সমস্যাবলি সমাধান করা একটি অনন্য পথ। গাণিতিক সমস্যাবলি সমাধানের মধ্য দিয়ে পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলোকে আরও গভীরভাবে বোঝা যায় এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে সেগুলোকে প্রয়োগ করার দক্ষতা অর্জন করা সম্ভব হয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের সকল পাঠ্যপুস্তকে এবং প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে বেশ পরিমাণ গাণিতিক সমস্যাবলি সংযোজিত থাকে। পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলো বোঝার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় ভালো করার জন্য এসকল সমস্যাবলির সমাধান জানা অত্যাবশ্যকীয়, কেননা বোর্ড পরীক্ষার প্রায় ৭০% এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রায় ১০০% প্রশ্নই আসে এখান থেকে। তাহলে বুঝতেই পারছো পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাবলি সমাধান করা কতটা জরুরি। এজন্যেই, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাবলি ও সেগুলোর সমাধান নিয়ে রচিত হয়েছে-
.
এই বইয়ের প্রতিটি অধ্যায়কে নিম্নরূপে সাজানো হয়েছে-
🧲 অধ্যায়ের সকল আলোচিত বিষয়বস্তুকে বেশ কয়েকটি 'Concept'-এ ভাগ করা হয়েছে; যেখানে সেই বিষয়বস্তুর মৌলিক আলোচনা, প্রয়োজনীয় সূত্রসমূহ, গাণিতিক সমস্যাবলি সমাধানের নিয়ম এবং প্রয়োজনীয় সাবধানতা উল্লেখ করা হয়েছে।
🧲 অতঃপর উক্ত ‘Concept' এর ‘Worked Example' অংশে আলোচিত বিষয়বস্তু-সংশ্লিষ্ট সকল প্রসিদ্ধ বইসমূহের এবং বোর্ড ও ভর্তি পরীক্ষার গাণিতিক সমস্যাবলির নির্ভুল সমাধানসহ প্রয়োজনীয় Illustration সহ দেওয়া হয়েছে।
🧲 অধ্যায়ের শেষে NCTB কর্তৃক অনুমোদিত উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রসিদ্ধ বইসমূহের অধ্যায়ের অনুশীলনীর গাণিতিক সমস্যাবলির উত্তর নির্দেশিকা ও সমাধান সংযোজন করা হয়েছে, যাতে তুমি প্রতিটি সমস্যার সমাধান অথবা অনুরূপ সমাধান খুঁজে পেতে পারো।
আমাদের বিশ্বাস, 'গাণিতিকি পদার্থবিজ্ঞান - দ্বিতীয় পত্র' বইটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের একটি উত্তম শিক্ষা সহায়ক হিসেবে সহায়তা করে তাদের ভবিষ্যত যাত্রাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করবে।