Total page : 232
Edition : 2nd
Exam Year :
SSC জ্যামিতির সকল প্রয়োজনীয় তথ্য-উপাত্ত
জ্যামিতি গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোতে জ্যামিতি চর্চার প্রমান পাওয়া যায়। বৈদিক যুগে বেদি তৈরিতে নির্দিষ্ট জ্যামিতিক আকার ও ক্ষেত্রফল মেনে চলা হতো। আনুমানিক চার হাজার বছর আগে প্রাচীন মিশরে ভূমি জরিপের কাজে জ্যামিতির ধ্যান-ধারনা ব্যবহার করা হতো। প্রাচীন মিশর, ব্যবিলন, ভারত, চীন, ইনকা ও সিন্ধু সভ্যতার স্থাপত্যগুলো অতিসূক্ষ্ম জ্যামিতিক আকারে তৈরি।
বর্তমানকালে দৈনন্দিক জীবনে জ্যামিতির ব্যবহার নেই এমন উদাহরণ পাওয়া মুশকিল। বহু জটিল সমস্যা সমাধানে জ্যামিতিক বিষয়াবলী রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি ব্যবহার হয়।
তবে আমাদের দেশের অনেক শিক্ষার্থীদের জন্য জ্যামিতি একটি জটিল বিষয়। কারন পাঠ্যবইয়ের বাইরে বিশেষায়িতভাবে শুধুমাত্র জ্যামিতি অনুশীলনের জন্য আলাদা কোন বই নেই। যার কারনে বিষয়টি সর্বদাই অনেক শিক্ষার্থীদের কাছে অস্পষ্ট রয়ে যায়।
তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাধ্যমিক জ্যামিতির সকল সমস্যা সমাধানে দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে জ্যামিতি গুরু।
Login with your email & password
forgot Passowrd? Reset It
Md Shakilur Rahman
Posted on 20th Jun, 2023
জ্যামিতির সকল সমস্যা সমাধানের জন্য ”জ্যামিতি গুরু” বইটিই সেরা।
Md. Ashik Badhon
Posted on 16th Oct, 2023
------------------------------- জ্যামিতি গুরু দূরভাগ্যবসত শিক্ষার্থীরা ‘জ্যামিতি’সর্বদা মুখস্থ করে। যার প্রভাব পড়ে পরীক্ষায়। কেননা পরীক্ষায় কোন জ্যামিতি-ই হুবহু বই থেকে আসে না। সকল প্রকার পরীক্ষার প্রশ্নপত্রে তা পরিবর্ধন করা হয়ে থাকে। ফলশ্রুতিতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে। কারন তারা উপপাদ্য বুঝে পড়ে না বরং মুখস্থ করে। জ্যামিতি মুখস্থ করার বিষয় না বরং তা সর্বপ্রথম বুঝতে হবে”- যা জ্যামিতি গুরু বইটির মূল প্রতিপাদ্য বিষয়। উক্ত বইটিতে পাঠ্যবইয়ের সকল উপপাদ্য/সম্পাদ্য বিশদ আলোচনা করা হয়েছে। প্রত্যেক উপপাদ্যে প্রথমে সাধারণ সমাধান এবং তার ডানপাশে মূল বিষয়বস্তু উল্লেখ করে নির্মিত হয়েছে। আবার সম্পাদ্যের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। সম্পাদ্যে চিত্র অঙ্কন পদ্ধতি এবং অঙ্কনের বিবরণ তো রয়েছেই। বইটির শুরুতেই জ্যামিতি সম্পর্কিত সকল প্রয়োজনীয় মৌলিক ধারণা ও জ্যামিতির ইতিহাস বর্ননা করা হয়েছে। বইটিতে রয়েছে English Term সমূহ, বাংলা প্রতিশব্দ এবং জ্যামিতিতে ব্যবহৃত চিহ্নসমূহ ইত্যাদি। বইটি যেন একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় সব তথ্যে পরিপূর্ণ। বইটি আমার কাছে খুবই প্রিয় এবং আকর্ষণীয়। ------------------------------- Creative writings: Md. Ashik Badhon ©