রসায়নের ভাষা হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমার যত ভালো ধারণা থাকবে তত সহজেই তুমি রসায়নকে বুঝতে শিখবে। এই বইয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠ্যবই গুলোর বিক্রিয়াগুলোকে অধ্যায় ভিত্তিক, ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে, যেনো তোমরা বিক্রিয়াগুলো বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনতে পারো। এছাড়াও বিক্রিয়ক ও উৎপাদ যৌগগুলোকে সহজে চেনার জন্য শুরুতেই যৌগগুলোর নাম ও সংকেত দেওয়া হয়েছে। আশা করি রসায়নকে আয়ত্তে আনতে এই বইটি তোমাকে বন্ধুর মতো সহায়তা করবে।