বিদ্যাপীঠের ভীতিময় গ্রন্থের নাম হলো ‘গণিত’। শৈশব থেকেই যে আতঙ্ক শুরু হয়, তা জীবনের শেষ অবধি মনের মধ্যে জেঁকে বসে। বিভিন্ন গণিতবিদ বলেছেন, গণিত মানুষকে সত্যবাদী হতে শেখায়। গণিত মানুষকে আদর্শ ও যৌক্তিক চিন্তায় পারদর্শী করে যুক্তিবাদী হতে শেখায়। বুৎপত্তিগতভাবে গণিত শব্দের অর্থ গণনা করা। বেঞ্জামিন পিয়ার্সের মতে, গণিত হচ্ছে এমন বিজ্ঞান, যা প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। গণিতের উন্নতির সঙ্গে সঙ্গে মানব সভ্যতার উন্নতি হয়েছে। আমরা জানি যে, আমাদের চারপাশে যা কিছু নান্দনিক, সৌন্দর্যময় তার অন্তরালে রয়েছে গণিতের যুক্তিগুলোর সঠিক প্রয়োগ। অথচ শৈশবে আমাদের সামনে গণিতকে উপস্থাপন করা হয় ভীতিকর বিষয় হিসাবে। ছোট্ট শিশুদের গণিতের ভীতি দূর করে গণিতকে আরো আনন্দময় করতে দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে “সংখ্যা নিয়ে খেলা - প্রি স্কুল এবং কিন্ডারগার্টেন”