প্রয়োজনীয় তথ্য বা সূত্র হলো কোন বিষয়ের ভিত্তি। একজন শিক্ষার্থী কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চাইলে তথাপি ভালো ফলাফল অর্জন করতে চাইলে তাকে অবশ্যই সেই বিষয়ের প্রয়োজনীয় তথ্য বা সূত্র মনে রাখতে হবে। তথ্য বা সূত্র মনে রাখতে প্রয়োজন বারবার চর্চা বা অনুশীলন করা।
আমাদের দেশের মাধ্যমিক শ্রেণীর পাঠ্যবইয়ে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্র থাকলেও সেগুলো একসাথে করে চর্চা করার মতো বাজারে কোনো সহায়ক বই নেই। যার দরুন শিক্ষার্থীদের ইচ্ছে থাকলেও খুব বেশী তথ্য ও সূত্র একসাথে চর্চা করা সম্ভবপর হয় না।
শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানে বাংলাদেশে এই প্রথম দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পকেট বুক। বইটিতে মাধ্যমিক শেণীর প্রয়োজনীয় বিষয়সমূহের সকল গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্রাবলি এবং পরিভাষাসমূহ (Terms) রয়েছে। এছাড়াও বইটি পকেটে বহন করার উপযুক্ত বিধায় শিক্ষার্থীরা হাঁটতে, চলতে, ভ্রমনে যে কোন অবস্থায় পড়তে পারবে। তাই মোবাইলে অযথা সময় নষ্ট না করে সময়টা দিন রয়েল এসএসসি পকেট বই এ।
বইটি কেন সেরা ?
✒ মাধ্যমিক শ্রেণীর প্রয়োজনীয় বিষয়সমূহের সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য ।
✒ প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ সূত্রসমূহ ।
✒ Terms বা পরিভাষাসমূহ ।
✒ অধ্যায়ভিত্তিক ও ধারাবাহিক ভাবে সাজানো ।
✒ পাঠ্যবইয়ের পৃষ্ঠানম্বর রেফারেন্স।
✒ মনে রাখার কৌশল বা Mnemonic.
Login with your email & password
forgot Passowrd? Reset It
Adnan Faruk
Posted on 4th Jun, 2023
Onek Bhalo Ekta boi But, Nai Keno