Total page : 184
Edition : 2022
Exam Year :
নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬টি বিষয়ের সমন্ধিত পকেট বুক যেখানে থাকছে প্রয়োজনীয় তথ্য ও সূত্রাবলী ।
প্রয়োজনীয় তথ্য বা সূত্র হলো কোন বিষয়ের ভিত্তি। একজন শিক্ষার্থী কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চাইলে তথাপি ভালো ফলাফল অর্জন করতে চাইলে তাকে অবশ্যই সেই বিষয়ের প্রয়োজনীয় তথ্য বা সূত্র মনে রাখতে হবে। তথ্য বা সূত্র মনে রাখতে প্রয়োজন বারবার চর্চা বা অনুশীলন করা।
আমাদের দেশের মাধ্যমিক শ্রেণীর পাঠ্যবইয়ে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্র থাকলেও সেগুলো একসাথে করে চর্চা করার মতো বাজারে কোনো সহায়ক বই নেই। যার দরুন শিক্ষার্থীদের ইচ্ছে থাকলেও খুব বেশী তথ্য ও সূত্র একসাথে চর্চা করা সম্ভবপর হয় না।
শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানে বাংলাদেশে এই প্রথম দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পকেট বুক। বইটিতে মাধ্যমিক শেণীর প্রয়োজনীয় বিষয়সমূহের সকল গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্রাবলি এবং পরিভাষাসমূহ (Terms) রয়েছে। এছাড়াও বইটি পকেটে বহন করার উপযুক্ত বিধায় শিক্ষার্থীরা হাঁটতে, চলতে, ভ্রমনে যে কোন অবস্থায় পড়তে পারবে। তাই মোবাইলে অযথা সময় নষ্ট না করে সময়টা দিন রয়েল এসএসসি পকেট বই এ।
বইটি কেন সেরা ?
✒ মাধ্যমিক শ্রেণীর প্রয়োজনীয় বিষয়সমূহের সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য ।
✒ প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ সূত্রসমূহ ।
✒ Terms বা পরিভাষাসমূহ ।
✒ অধ্যায়ভিত্তিক ও ধারাবাহিক ভাবে সাজানো ।
✒ পাঠ্যবইয়ের পৃষ্ঠানম্বর রেফারেন্স।
✒ মনে রাখার কৌশল বা Mnemonic.
Login with your email & password
forgot Passowrd? Reset It
Adnan Faruk
Posted on 4th Jun, 2023
Onek Bhalo Ekta boi But, Nai Keno
Md. Ashik Badhon
Posted on 16th Oct, 2023
#রয়েল_বুক_রিভিউ_কনটেস্ট 𝐑𝐨𝐲𝐚𝐥_𝐁𝐨𝐨𝐤_𝐑𝐞𝐯𝐢𝐞𝐰_𝐂𝐨𝐧𝐭𝐞𝐬𝐭 • The Royal Scientific Publications World Class Publications in Bangladesh ------------------------------- SSC Pocket Book আমাদের কাছে ‘Review’ ও ‘Revision’ শব্দ দুইটি চির চেনা। তবে অর্থের দিক দিয়ে একটি অপরটি হতে আলাদা। প্রথমটির অর্থ ‘ পর্যাআলোচনা/পুনঃমূল্যায়ন’এবং অপরটির অর্থ ‘সংশোধিত পাঠ’. আর পরীক্ষা কেন্দ্রে যাবার পূর্ববর্তী সময়ে প্রয়োজন সংশোধিত পাঠ নেওয়া, যার কোন বিকল্প নেই। যা অল্পসময়ের মধ্যে কোন শিক্ষা সহায়ক বই হতে নেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হাতে বা পকেটে বহনযোগ্য বই। ঠিক এরকমই একটি বই হলো “এসএসসি/এইচএসসি পকেট বই”, যা হাতে বা পকেটে বহনযোগ্য। বইগুলি যেমন হালকা তেমনই বিভিন্ন তথ্যে পরিপূর্ণ। এসএসসি পকেট বই এ ৬টি বিষয় এবং এইচএসসি পকেট বই এ ৫টি বিষয়ের সকল তথ্য, সূত্র ও ব্যাখ্যা দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে এক সূত্র থেকে অন্য সূত্রে প্রতিপাদন প্রক্রিয়া, ভৌত ও লব্ধ রাশির একক ও মাত্রা, Abbreviation, বিষয়বস্তু মনে রাখার বিভিন্ন কৌশল, অধ্যায়ভিত্তিক রাসায়নিক বিক্রিয়া এবং যৌগমূলক ও তাদের যোজনী, লেন্স ও দর্পনে বিম্বের অবস্থান বর্ণনা। প্রত্যেকটি বিষয় অনধিক ২৫-৪৫টি পৃষ্ঠায় সীমাবদ্ধ। অর্থাৎ ‘রিভিশন’ করতে অনধিক ১০-১৫ মিনিট সময় লাগবে ’- যা শেষ সময়ে প্রস্তুতি গ্রহণের জন্য আদর্শ। তাই বইটি সকল শিক্ষার্থীদের হাতে/পকেটে থাকা উচিত। ------------------------------- Creative writings: Md. Ashik Badhon ©
Shoumik Majumder
Posted on 7th May, 2024
This book is very good