প্রিয় শিক্ষার্থী,
তোমরা নিশ্চয়ই জানো কম্পিউটার বা মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনস তৈরিসহ ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স ইত্যাদি নানান ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। প্রোগ্রামিং ভাষাসমূহের মধ্যে গঠনগত সহজবোধ্যতা ও পাঠযোগ্যতার জন্য পাইথন প্রোগ্রামিং ভাষাটি সবচেয়ে জনপ্রিয়। সৌভাগ্যবশত নতুন শিক্ষাক্রমের কল্যাণে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পাঠ্যবইয়ে জনপ্রিয় এই প্রোগ্রামিং ভাষাটি শেখানো হয়েছে। তবে আমাদের দেশে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকে প্রোগ্রামিং ভাষা নিয়ে বেশ ভীতি রয়েছে। কিন্তু প্রোগ্রামিং মোটেও ভয় পাবার বিষয় নয়, বরং প্রোগ্রামিংয়ে একবার ভালো লাগা তৈরি করা গেলে এর থেকে মজার কাজ খুঁজে পাওয়া কষ্টকর।
প্রোগ্রামিংয়ে তোমাদের ভীতি দূর করতে এবং পাইথন প্রোগ্রামিং ভাষা সহজে আয়ত্ত করার লক্ষ্যে এই বইটিতে পাইথন প্রোগ্রামিং একদম Basic থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যাপ্ত Interesting Illustration সহকারে ধাপে ধাপে সহজভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। বিশেষত, আলোচ্য বিষয়গুলো সহজভাবে বুঝতে প্রতিটি টপিকের একাধিক Example এবং স্ক্রিনশট দেওয়া হয়েছে।
তোমাদের সুবিধার্থে বইটিতে আলোচ্য গুরুত্বপূর্ণ টপিকগুলো (যথা: Condition ও Loop) সহজ ভাষায় আকর্ষণীয় উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত Exercise দেওয়া হয়েছে। সেগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা সংশ্লিষ্ট অধ্যায়ের Basic Concept গুলোকে আত্মস্থ করে নিতে পারবে।
এই বইটিতে তোমাদের ৮ম ও ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি পাঠ্যবইয়ের চতুর্থ শিখন অভিজ্ঞতার প্রতিটি সেশনের সকল টপিকের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং টপিকগুলো সহজে বুঝতে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অতিরিক্ত টপিক আলোচনা করা হয়েছে। অতএব, বইটি তোমাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করার পাশাপাশি পাঠ্যবইয়ের সহায়ক বই হিসেবে কাজ করবে।
এছাড়াও তোমাদেরকে নতুন মূল্যায়ন পদ্ধতির ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করতে বইটির শেষ অধ্যায়ে রয়েছে বাস্তবভিত্তিক সমস্যার আলোকে তৈরি বিভিন্ন Project ও এর নমুনা সমাধান। এই অধ্যায়ের প্রজেক্টগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবে।
আমরা আশা করি, এই বইটি তোমাদের প্রোগ্রামিং ভাষার ভীতি কাটিয়ে পাইথন প্রোগ্রামিং ভাষার প্রতি ভালো লাগা তৈরি করতে সহায়তা করবে।
সর্বোপরি, ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ জাতি তৈরিতে তোমাদের প্রস্তুত করবে।