Total page : 60
Published Year : July 2024
Edition : 1st
Exam Year : 2024
এ বইটিতে প্রথম অধ্যায়ে আমরা কবিতার লয় বুঝার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা কবিতাকে কীভাবে পর্বে ভাগ করতে হয় তা শিখব। এরপর তৃতীয় অধ্যায়ে আমরা মাত্রা সম্পর্কে বিস্তারিত জানব। চতুর্থ অধ্যায়ে বিভিন্ন প্রকার ছন্দ সম্পর্কে আমরা জানব। এরপর আমাদের পাঠ্যবইয়ে দেওয়া কবিতাগুলোর ছন্দ নির্ণয় করব পঞ্চম অধ্যায়ে। একেবারে শেষ অধ্যায়ে আরো কিছু কবিতার ছন্দ নির্ণয় করার মাধ্যমে ছন্দের ধারণা পাকাপোক্ত করব।
কবিতার ছন্দ সহজ ভাষায় - নবম শ্রেণি
ছোটবেলায় মায়ের মুখে 'আয় ছেলেরা আয় মেয়েরা' বা 'ভোর হলো দোর খোলো' ছড়াগুলো আমরা কতই না শুনেছি। এই ছড়াগুলোর সাথেই আমাদের শৈশবের কত মিষ্টিমধুর স্মৃতি জড়িয়ে আছে। এরপর একটু বড় হয়ে আমরা পড়েছি 'থাকব না কো বদ্ধ ঘরে' বা 'তুলি দুই হাত করি মোনাজাত" । একটা মজার বিষয় লক্ষ্য করেছ কি? ছোটবেলার ছড়াগুলোর সাথে এই কবিতাগুলোর পার্থক্য শুধু অর্থ বা ভাবে নয়, পার্থক্য রয়েছে সুর বা তালেও। ছোটবেলার ছড়াগুলোকে ঠিক যতটা সহজ ও সুললিতভাবে পড়া যায়, এই কবিতাগুলোকে ততটা সহজ বা সুললিতভাবে পড়া যায় না। এই পার্থক্যটা হয়েছে ছন্দের কারণে। একটি কবিতা বা ছড়া কতটা সাবলীল ও শ্রুতিমধুর করে আবৃত্তি করা যায় তা নির্ভর করে কবিতা বা ছড়াটির ছন্দের উপরে। তাহলে চলো, কবিতার ছন্দ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। ছন্দকে মূলত এভাবে সংজ্ঞায়িত করা যায়: কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে সাজানোর ফলে পাঠক কবিতাটি পড়ার সময় একধরনের ধ্বনিমাধুর্য উপভোগ করেন, সে বিন্যাসকে ছন্দ বলে। কবিতার ছন্দ মূলত তিন ধরণের। যথা:
১. স্বরবৃত্ত ছন্দ
২. মাত্রাবৃত্ত ছন্দ ও
৩. অক্ষরবৃত্ত ছন্দ
ছন্দের এই প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগে বা কোনো কবিতার ছন্দ নির্ণয় করার আগে ছন্দ সম্পর্কিত কিছু বিষয় সম্পর্কে আমাদের ভালভাবে ধারণা নেয়া দরকার।
সেগুলো হলো-
১. লয় বা গতি
২. পৰ্ব
৩. মাত্রা
এ বইটিতে আমরা ছন্দ সম্পর্কিত বিষয়গুলো ধাপে ধাপে বুঝার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আমরা কবিতার লয় বুঝার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা কবিতাকে কীভাবে পর্বে ভাগ করতে হয় তা শিখব। এরপর তৃতীয় অধ্যায়ে আমরা মাত্রা সম্পর্কে বিস্তারিত জানব। চতুর্থ অধ্যায়ে বিভিন্ন প্রকার ছন্দ সম্পর্কে আমরা জানব। এরপর আমাদের পাঠ্যবইয়ে দেওয়া কবিতাগুলোর ছন্দ নির্ণয় করব পঞ্চম অধ্যায়ে। একেবারে শেষ অধ্যায়ে আরো কিছু কবিতার ছন্দ নির্ণয় করার মাধ্যমে ছন্দের ধারণা পাকাপোক্ত করব। তাহলে আর দেরি কেন? চলো শুরু করা যাক ...
Login with your email & password
forgot Passowrd? Reset It