শিশুদের শিক্ষার প্রথম ধাপ “আনন্দদায়ক ও সহজ’’ হওয়া উচিত। আমাদের “সময়ের যাত্রা (Journey of Time)” বইটি প্রাক-প্রাথমিক ও কেজি শ্রেণির শিশুদের সময় সম্পর্কিত ধারণা সহজভাবে শেখানোর জন্য তৈরি করা হয়েছে। বইটিতে সময় শেখা শুধু ঘড়ির কাঁটার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। শিশুদের জন্য তৈরি এই বইটতে সময়, দিন, মাস ও ঋতুর সহজ পাঠ তুলে ধরা হয়েছে। বাংলার ছয় ঋতু, ঋতুভিত্তিক ফুল-ফল আর প্রকৃতির সৌন্দর্যকে বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছ।