প্রিয় শিক্ষার্থী,
তোমাদেরকে আগামী বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রণীত হয়েছে যোগ্যতাভিত্তিক নতুন শিক্ষাক্রম। তোমরা ভাগ্যবান কেননা নতুন শিক্ষাক্রমে তোমরা Special একটি ডিজিটাল প্রযুক্তি পাঠ্যবই পেয়েছো, যেখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক ও বাস্তব জীবনে প্রয়োগের দিকগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রমের ডিজিটাল প্রযুক্তি পাঠ্যবইয়ে তোমরা গুগল ফর্ম তৈরি, এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে ডিজাইন, পোস্টার তৈরি, কিশোর বাতায়নে কোর্স করা, এক্সেল ওয়ার্কশিটের কাজসহ আরো অনেক মজার মজার কাজ শেখার সুযোগ পাবে। একই সাথে তোমরা শিখতে পারবে প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং। নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ের এইসব বিষয়ে তোমাদের দক্ষতা অর্জন নিশ্চিত করতে তোমাদেরকে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।
- Basic Concept Development,
- Practice &
- Preparation
এই তিনটি বিষয় নিয়েই রচিত আমাদের “ডিজিটাল প্রযুক্তি Student Book”
তোমাদের পাঠ্যবইয়ের আলোচ্য বিষয়গুলোকে আরো সহজভাবে বিস্তারিত বিবরণ, প্রয়োজন অনুসারে Interesting Illustration ও প্রয়োজনীয় উদাহরণ সহকারে সহজভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে এই বইটিতে। বিশেষত, পাঠ্যবইয়ের আলোচ্য বিষয়গুলো সহজভাবে বুঝতে পর্যাপ্ত স্ক্রিনশট দেওয়া হয়েছে এবং স্ক্রিনশটগুলো ধাপে ধাপে দেখানো হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
শ্রেণির বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য যেসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার বইটিতে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি শিখন অভিজ্ঞতার প্রতিটি সেশনের প্রাথমিক আলোচনার পরেই রয়েছে পাঠ্যবইয়ের আদলে তৈরিকৃত কাজ ও এর বিশ্লেষণধর্মী নির্ভুল সমাধান। যেগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা সংশ্লিষ্ট সেশনের Basic Concept গুলোকে আত্মস্থ করে নিতে পারবে।
এছাড়াও তোমাদের নতুন মূল্যায়ন পদ্ধতিতে মানিয়ে নিতে এবং তোমাদেরকে ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করতে প্রতিটি 'শিখন অভিজ্ঞতা' শেষে রয়েছে ‘মূল্যায়ন প্রস্তুতি ও এর নমুনা সমাধান। এই অংশের কাজগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা ডিজিটাল প্রযুক্তির Concept গুলো ব্যবহার করে প্রযুক্তির সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবে।
আমরা আশা করি, এই বইটি তোমাদেরকে নতুন শিক্ষাক্রমের সাথে মানিয়ে নিয়ে এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ভীতি কাটিয়ে ভবিষ্যতের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে বন্ধুর মতো সহায়তা করবে।