মানুষ স্বপ্নের পথে অবিচল, স্বপ্নই মানুষের চলার পথের অনুপ্রেরণা। বিজ্ঞান বিভাগের অধিকাংশ শিক্ষার্থীদেরই স্বপ্ন ডাক্তার হবার। এ লক্ষ্যে প্রতি বছর প্রায় ১ লাখেরও বেশি শিক্ষার্থী মেডিকেল, ডেন্টালও AFMC ভর্তি পরীক্ষা দেয়। সরকারি, বেসরকারি, ডেন্টালও AFMC মিলিয়ে সুযোগ পায় প্রায় দশ-এগারো হাজার। মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের প্রথমবর্ষের পড়া শুরু হয় Anatomy, Physiology এবং Biochemistry দিয়ে। "Definition" পকেট বুকটি প্রথমবর্ষে পড়ানো বিষয়গুলোর Definition নিয়ে রচিত। এই বইটি ১ম বর্ষের মেডিকেল ও ডেন্টালের সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত উপকারী একটি হাতিয়ার হয়ে উঠবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
.
বইটি কেন প্রয়োজন:-
---------------------
মেডিকেলের যেকোন বিষয় জানা ও ভালোভাবে বোঝার শুরু হয় সেই বিষয়ের Definition দিয়ে। Definition ভালোভাবে আয়ত্ত্বে আনতে পারলে যেকোন বিষয় বোঝা সহজ হয়ে যায়।
মেডিকেলের যেকোন পরীক্ষা (Written বা Viva) শুরু হয় Definitions দিয়ে। এই পরীক্ষাগুলোতে প্রথমেই ভালো Impression তৈরির জন্য সঠিকভাবে Definitions জানা ও বলা অপরিহার্য ।
আমাদের পকেটবুকটির বিশেষ বৈশিষ্ট্যসমূহ (Special Features):-
পকেটবুক হওয়াতে সব স্থানে নিয়ে যাওয়া যায়। অল্প জায়গা লাগে, সহজে বের করে Revision দেয়া যায়।
Alphabetically সাজানোর কারণে সহজে Definition খুঁজে পাওয়া যায়।
মেডিকেলের Textbook গুলো থেকে বাছাইকৃত সর্বোত্তম Definition এর সম্ভার।
সমার্থক Definition গুলোর ক্ষেত্রে প্রতিটি আলাদা আলাদা করে Page Reference যুক্ত।