Total page : 304
Published Year : November 2024
Edition : 2024
Exam Year : 2024
রসায়ন - এসএসসি ২০২৫ কুইক প্রিপারেশন সিরিজ
রসায়ন - এসএসসি ২০২৫ কুইক প্রিপারেশন সিরিজ
স্বল্প সময়ে টেস্ট পেপারের হাজার হাজার প্রশ্নের জঞ্জাল নাকি 𝐒𝐒𝐂 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 ?
প্রিয় 𝐒𝐒𝐂-𝟐𝟓 পরীক্ষার্থী,
একদম শেষ সময়ে বাজারের হরেক রকমের টেস্ট পেপারের হাজার হাজার প্রশ্নের ভীড়ে দিকভ্রান্ত না হয়ে স্বল্প সময়ে গোছানো ও পূর্ণাঙ্গ প্রিপারেশন এর জন্য সংগ্রহ করে নাও এসএসসি-২৫ কুইক প্রিপারেশন সিরিজ।
যেখানে থাকছে -
✒ 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐯𝐞 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧: বিগত বছরের প্রশ্নগুলো Analysis করে তৈরি করা প্রতিটি অধ্যায়ের ২-৩ টি CQ যা অনুশীলনের মাধ্যমে পুরো অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ Concept তো কাভার হবেই; সাথে বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন সমাধান করা হয়ে যাবে।
✒ 𝐁𝐨𝐚𝐫𝐝 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬: বোর্ড এনালাইসিস এর মাধ্যমে কোনো একটি অধ্যায় MCQ বা CQ এর জন্য কোন Topic টি কোন বোর্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন।
✒ 𝐂𝐫𝐚𝐬𝐡 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞: Crash Course এ বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ Topic অনুসারে সাজানো হয়েছে। এছাড়াও এ অংশে প্রয়োজনীয় তত্ত্ব ও সূত্রাবলিও সন্নিবেশিত হয়েছে যেনো তোমরা সহজেই বহুনির্বাচনি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো ।
✒ 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬: বিগত বছরের এসএসসি পরীক্ষার ‘ক’ ও ‘খ’ অংশের প্রশ্নোত্তরগুলো সহ অন্যন্য প্রশ্নোত্তর টপিক অনুসারে সাজিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলো অনুশীলন করলে একটি অধ্যায়ের সব প্রশ্নতো কাভার হবেই সাথে ওই অধ্যায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি টপিকই তোমাদের আয়ত্ত্বে চলে আসবে
Login with your email & password
forgot Passowrd? Reset It
Nihal
Posted on 17th Dec, 2024
Great book