বইটিতে রয়েছে-Board Analysis: যেখানে বিগত বছরের প্রশ্নগুলো Analysis করে অধ্যায়টি সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করা হয়েছে। অধ্যায়টি থেকে SSC পরীক্ষায় কতটি বহুনির্বাচনি ও কতটি সৃজনশীল প্রশ্ন এসেছে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে; যা দেখে তুমি ধারণা পেতে পারো তোমাদের SSC পরীক্ষায় অধ্যায়টি থেকে কতটি MCQ ও CQ আসতে পারে।
Chapter Analysis: SSC পরীক্ষার জন্য কোনো অধ্যায়ের সবকটি topic সমান গুরুত্বপূর্ণ নয়। কোনো অধ্যায়ের কোন কোন topic থেকে সচরাচর SSC পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে তা Analysis করা হয়েছে Chapter Analysis অংশে। এখানে থেকে তুমি জানতে পারবে SSC পরীক্ষার জন্য অধ্যায়ের কোন কোন Topic কতটা গুরুত্বপূর্ণ।
CQ's Illustrative Answers: সাধারণত SSC পরীক্ষার CQ প্রস্তুতির জন্য বিগত বছরের বোর্ড পরীক্ষার CQ-গুলো বুঝে অনুশীলন করাই যথেষ্ট। এই অংশে SSC 2025 সহ বিগত ৯ বছরের (২০১৭-২০২৫) সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের অধ্যায়ভিত্তিক সহজ, সরল, প্রাঞ্জল ও নির্ভুল উত্তর দেওয়া হয়েছে।
MCQ's Explanation: বহুনির্বাচনি অংশে সফলতা অর্জনের লক্ষ্যে বিগত ৯ বছরের (২০১৭-২০২৫) সকল বোর্ডের SSC পরীক্ষার প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নোত্তর বিশ্লেষণধর্মী ব্যাখ্যা এবং পাঠ্যবইয়ের রেফারেন্সসহ আলোচনার ধারাবাহিকতা অনুসারে অধ্যায়ভিত্তিক সংযোজিত হয়েছে।
এছাড়াও Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, জেনে রাখা ভালো ইত্যাদি দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সাজানো এই বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো ব্যাখ্যাসহ বুঝে পড়ার মাধ্যমে কেবল MCQ প্রস্তুতিই পরিপূর্ণ হবে তা নয়, বরং সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কেও ভালো ধারণা চলে আসবে।