প্রিয় অভিভাবক,
শিশুরা যখন ইংরেজির মতো নতুন একটি ভাষা শিখতে যায় তখন প্রায়ই কিন্তু নির্দিষ্ট শব্দ লিখতে ভুল করে, গুলিয়ে ফেলে। যেমন—সমুদ্রের ইংরেজি sea লিখতে গিয়ে ভুলে see লিখে ফেলে, কিংবা সপ্তাহের ইংরেজি week না লিখে ভুলে weak (অর্থ: দুর্বল) লিখে ফেলে। এর কারণ হলো শব্দগুলোর উচ্চারণ প্রায় একই কিন্তু বানান ও অর্থ ভিন্ন। এই ধরনের শব্দগুলোকে Homophones বলে। অনেক শিক্ষার্থীই এই Homophones গুলো লিখতে ভুল করে, এমনকি অনেকেই এই ভুল শিখেই বড় হয়।
এই সমস্যার সমাধানেই আমাদের এই বই HOMOPHONES । যেনো শিশুরা ছোটবেলা থেকেই শব্দগুলোর অর্থ, বানান ও উচ্চারণ সঠিকভাবে শিখে নিতে পারে।
আমরা এই বইটি এমনভাবে সাজিয়েছি যেনো শিশুরা শব্দগুলো অর্থসহ বুঝতে শিখে। প্রতিটি শব্দের সাথে যুক্ত করা হয়েছে অর্থপূর্ণ রঙিন ছবি যেনো তারা চোখে দেখে, মনে গেঁথে নেয়। শুধু পড়া নয়, দেখা, ভাবা আর কল্পনার মাধ্যমে শিখবে শিশু—এটাই আমাদের চাওয়া।